13
1 দেখ, আমার চোখ এসমস্ত দেখেছে;
আমার কান শুনেছে এবং তা বুঝেছে।
2 তোমরা কি জান, সেই একই বিষয় আমিও জানি;
আমি তোমাদের থেকে কিছু কম নই।
3 যাইহোক, আমি বরং সর্বশক্তিমানের সঙ্গে কথা বলব;
আমি ঈশ্বরের সঙ্গে বিচার করতে চাই।
4 কিন্তু তোমরা সত্যকে চুনকাম করেছ মিথ্যা দিয়ে;
তোমরা সকলে মূল্যহীন চিকিত্সক।
5 আহা, তোমরা একেবারে নীরব থাকবে! সেটাই তোমাদের প্রজ্ঞা।
6 এখন শোন আমার নিজের যুক্তি;
আমার ঠোঁটের অনুনয় শোন।
7 তোমরা কি ঈশ্বরের পক্ষে অন্যায় কথা বলবে
এবং তোমরা কি তাঁর পক্ষে প্রতারণাপূর্ণ কথা বলবে?
8 তোমরা কি সত্যি তাঁকে দয়া দেখাবে?
তোমরা কি সত্যি আদালতে ঈশ্বরের পক্ষে উকিলের মত তর্ক করবে?
9 তার পরিবর্তে যদি তিনি তোমাদের বিচারক হিসাবে তোমাদের ওপর ফেরেন
এবং পরীক্ষা করেন, এটা কি তোমাদের জন্য ভাল হবে?
অথবা যেমন একজন অন্য জনকে ঠকায়,
তোমরা কি সত্যি আদালতে তাঁর মিথ্যা পরিচয় দেবে?
10 তিনি অবশ্যই তোমাদের নিন্দা করবেন,
যদি তোমরা গোপনে তাঁর পক্ষপাত কর।
11 তাঁর মহিমা কি তোমাদের ভয় পাওয়ায় না?
তাঁর ভয় কি তোমাদের ওপর পড়ে না?
12 তোমাদের স্মরণীয় প্রবাদবাক্য ছাই দিয়ে তৈরী করে;
তোমাদের দূর্গ হল মাটির তৈরী দূর্গ।
13 তোমরা শান্তি বজায় রাখ,
আমাকে একা থাকতে দাও,
যাতে আমি কথা বলতে পারি,
আমার ওপর যা আসছে আসতে দাও।
14 আমি আমার নিজের মাংস আমার দাঁতে নিয়ে যাব;
আমি আমার হাতে আমার জীবন নেব।
15 দেখ, যদি তিনি আমায় মেরে ফেলেন,
আমার আর কোন আশা থাকবে না;
তবুও, আমি তাঁর সামনে আমার রাস্তা রক্ষা করব।
16 এটাই হবে আমার মুক্তির কারণ,
যে আমি তাঁর সামনে অধার্ম্মিক লোকের মত আসব না।
17 হে ঈশ্বর, আমার কথা মনোযোগ দিয়ে শোন;
আমার ঘোষণা তোমার কানে আসুক।
18 এখন দেখ, আমি আমার যুক্তি সাজিয়ে রেখেছি;
আমি জানি যে আমি নির্দোষ।
19 কে সে যে আমার বিরুদ্ধে আদালতে তর্ক করবে?
যদি তুমি তা করতে আস
এবং যদি আমি ভুল প্রমাণিত হই, তাবে আমি নীরব হব
এবং প্রাণ ত্যাগ করব।
20 হে ঈশ্বর, আমার জন্য দুটো জিনিস কর
এবং তাহলে আমি নিজেকে তোমার থেকে লুকাব না:
21 তোমার কঠোর হাত আমার থেকে তুলে নাও
এবং তোমার আতঙ্ক আমায় ভয় না দেখাক।
22 তখন আমায় ডাক আর আমি উত্তর দেব;
অথবা আমাকে তোমার সঙ্গে কথা বলতে দাও
এবং তুমি আমায় উত্তর দাও।
23 আমার অপরাধ ও পাপ কত?
আমাকে আমার অপরাধ ও পাপ জানতে দাও।
24 কেন তুমি আমার কাছ থেকে তোমার মুখ লুকিয়েছ
এবং আমার সঙ্গে শত্রুর মত আচরণ করছ?
25 তুমি কি একটা হওয়ায় ওড়া পাতাকে অত্যাচার করবে?
তুমি কি শুকনো নাড়ার পিছনে ছুটবে?
26 কারণ তুমি আমার বিরুদ্ধে তিক্ত বিষয় লিখেছ;
তুমি আমায় আমার যৌবনের পাপের উত্তরাধিকারী করেছ।
27 তুমি আমার পায়ে বেড়ি পরিয়েছ,
তুমি আমার সমস্ত রাস্তায় লক্ষ রেখেছ;
তুমি সেই মাটি পরীক্ষা করেছ যেখানে আমার পা হেঁটেছে,
28 যদিও আমি পচা জিনিসের মত যা নষ্ট হয়ে গেছে,
একটা কাপড়ের মত যা পোকায় খেয়েছে।