12
ইয়োব
1 পরে ইয়োব উত্তর দিলেন:
2 “নিঃসন্দেহে একমাত্র তোমরাই জনসাধারণ,
ও প্রজ্ঞা তোমাদের সাথেই লুপ্ত হয়ে যাবে!
3 কিন্তু আমারও তোমাদের মতো এক মন আছে;
আমি তোমাদের চেয়ে নিকৃষ্ট নই।
এসব কথা কে না জানে?
4 “আমি আমার বন্ধুদের কাছে উপহাসের পাত্রে পরিণত হয়েছি,
যদিও আমি ঈশ্বরকে ডাকতাম ও তিনি আমায় উত্তর দিতেন—
ধার্মিক ও অনিন্দনীয় হওয়া সত্ত্বেও নিছক উপহাসের এক পাত্রে পরিণত হয়েছি!
5 যারা অরামে আছে, তারা দুর্ভাগ্য-পীড়িত লোকদের এত অবজ্ঞা করে
যেন পা পিছলে পড়ে যাওয়াই তাদের পরিণতি।
6 লুঠেরাদের তাঁবু নিরুপদ্রুত থাকে,
ও যারা ঈশ্বরকে জ্বালাতন করে তারা নিরাপদে থাকে—
তারা ঈশ্বরের হাতেই থাকে।* 12:6 অথবা, তাদের ঈশ্বর (দেবতা) তাদের হাতের মুঠোয় থাকে
7 “কিন্তু পশুদের জিজ্ঞাসা করো, ও তারা তোমাকে শিক্ষা দেবে,
বা আকাশের পাখিদের জিজ্ঞাসা করো, ও তারাও তোমায় বলে দেবে;
8 বা পৃথিবীকে বলো, ও তা তোমাকে শিক্ষা দেবে,
বা সমুদ্রের মাছই তোমাকে খবর দিক।
9 এদের মধ্যে কে জানে না
যে সদাপ্রভুর হাতই এসব গড়ে তুলেছে?
10 তাঁর হাতেই প্রত্যেকটি প্রাণীর জীবন
ও সমগ্র মানবজাতির শ্বাস গচ্ছিত আছে।
11 কান কি শব্দ পরখ করে না
যেভাবে জিভ খাদ্যের স্বাদ চাখে?
12 প্রবীণেরা কি প্রজ্ঞার অধিকারী নন?
সুদীর্ঘ জীবন কি বুদ্ধি নিয়ে আসে না?
13 “প্রজ্ঞা ও পরাক্রম ঈশ্বরের অধিকারভুক্ত বিষয়;
পরামর্শ ও বুদ্ধি তাঁরই।
14 তিনি যা ভাঙেন তা পুনর্নির্মাণ করা যায় না;
তিনি যাদের বন্দি করেন তাদের কেউ মুক্ত করতে পারে না।
15 তিনি যদি জলধারা আটকে রাখেন, তবে খরা† 12:15 দেশে খরা হয়;
তিনি যদি তা বাঁধনছাড়া হতে দেন, তবে তা দেশ প্লাবিত করে।
16 পরাক্রম ও অন্তর্দৃষ্টি তাঁর অধিকারভুক্ত বিষয়;
প্রতারিত ও প্রতারক উভয়ই তাঁর।
17 তিনি শাসকদের আভরণহীন করে চালান
ও বিচারকদের মূর্খে পরিণত করেন।
18 তিনি রাজাদের পরিধেয় বেড়ি অপসৃত করেন
ও তাদের কোমরের চারপাশে কৌপিন‡ 12:18 অথবা, তাদের বেড়ি খুলে তাদের কোমরবন্ধ (বেল্ট) বেঁধে দেন বেঁধে দেন।
19 তিনি যাজকদের আভরণহীন করে চালান
ও দীর্ঘকাল যাবৎ ক্ষমতায় থাকা কর্মকর্তাদের উৎখাত করেন।
20 তিনি বিশ্বস্ত উপদেশকদের ঠোঁট শব্দহীন করে দেন।
ও প্রাচীনদের বুদ্ধিবৃত্তি হরণ করেন।
21 তিনি অভিজাতদের হেনস্থা করেন
ও বলশালীদের নিরস্ত্র করেন।
22 তিনি অন্ধকারের জটিল বিষয়গুলি প্রকাশিত করেন
ও নিরেট অন্ধকারকে আলোয় নিয়ে আসেন।
23 তিনি জাতিদের মহান করেন, ও তাদের ধ্বংসও করেন;
তিনি জাতিদের সম্প্রসারিত করেন, ও তাদের বিক্ষিপ্তও করেন।
24 তিনি পার্থিব নেতাদের বুদ্ধি-বঞ্চিত করেন;
তিনি তাদের পথহীন এক প্রান্তরে ঘুরে বেড়াতে বাধ্য করেন।
25 আলো ছাড়াই তারা অন্ধকারে পথ হাতড়ে বেড়ায়;
তিনি মাতালদের মতো তাদের টলতে বাধ্য করেন।