গীত 89
ইষ্রাহীয় এথনের মস্কীল* 89:0 সম্ভবত সাহিত্যের অথবা সংগীতের প্রতিশব্দ
আমি চিরকাল সদাপ্রভুর মহান প্রেমের গান গাইব;
আমার মুখ দিয়ে আমি তোমার বিশ্বস্ততার কথা
সব বংশপরম্পরার কাছে প্রকাশ করব।
আমি ঘোষণা করব যে তোমার প্রেম চিরকাল সুদৃঢ়,
তোমার বিশ্বস্ততা তুমি স্বর্গে প্রতিষ্ঠা করেছ।
তুমি বলেছ, “আমি আমার মনোনীত ব্যক্তির সঙ্গে নিয়ম করেছি,
আমার দাস দাউদের কাছে আমি শপথ করেছি,
‘আমি তোমার বংশ চিরতরে স্থাপন করব
এবং বংশের পর বংশ তোমার সিংহাসন সুদৃঢ় করব।’ ”
 
হে সদাপ্রভু, আকাশমণ্ডল তোমার আশ্চর্য কাজের প্রশংসা করে,
পবিত্রজনদের সমাবেশে তোমার বিশ্বস্ততার প্রশংসা করে।
কারণ, হে সদাপ্রভু, আকাশের কার সঙ্গে তোমার তুলনা হয়?
স্বর্গীয় সব সত্তার মধ্যে কে সদাপ্রভুর তুল্য?
পবিত্রজনদের পরিষদে সব তাঁকে সম্ভ্রম করে;
যারা তাঁকে চারিদিকে ঘিরে রেখেছে তিনি তাদের থেকেও ভয়াবহ।
হে সদাপ্রভু, সর্বশক্তিমান ঈশ্বর, কে তোমার মতো?
তুমি, হে সদাপ্রভু, শক্তিশালী, তোমার বিশ্বস্ততা তোমাকে ঘিরে রেখেছে।
 
তুমি উত্তাল সমুদ্রের উপর শাসন করো;
যখন তার ঢেউ উঁচুতে ওঠে, তুমি তাদের শান্ত করে থাকো।
10 তুমি রহবকে 89:10 অথবা “মিশর” চূর্ণ করে এক হত ব্যক্তির সমান করলে;
তোমার শক্তিশালী বাহু দিয়ে তুমি তোমার শত্রুদের ছিন্নভিন্ন করলে।
11 আকাশমণ্ডল তোমার, এই জগৎও তোমার;
পৃথিবী ও তার মধ্যে যা কিছু আছে সমস্ত তোমারই সৃষ্টি।
12 তুমি উত্তর ও দক্ষিণ সৃষ্টি করেছ;
তাবোর ও হর্মোণ তোমার নামে আনন্দগান করে।
13 তোমার বাহু পরাক্রমে পূর্ণ;
তোমার হাত বলবান, তোমার ডান হাত মহিমান্বিত।
 
14 ধার্মিকতা আর ন্যায় তোমার সিংহাসনের ভিত্তি;
প্রেম আর বিশ্বস্ততা তোমার সম্মুখবর্তী হয়।
15 ধন্য তারা যারা তোমার জয়ধ্বনি করতে শিখেছে,
যারা তোমার সান্নিধ্যের আলোতে চলাফেরা করে, হে সদাপ্রভু।
16 সারাদিন তারা তোমার নামে আনন্দ করে;
তোমার ধর্মশীলতায় উল্লাস করে।
17 কারণ তুমি তাদের মহিমা আর শক্তি,
আর তোমার অনুগ্রহে তুমি আমাদের শিং বলশালী করেছ।
18 প্রকৃতপক্ষে, আমাদের সুরক্ষা সদাপ্রভু থেকে আসে,
এবং তিনি, ইস্রায়েলের পবিত্রতম, আমাদেরকে রাজা দিয়েছেন।
 
19 একবার তুমি দর্শনে কথা বলেছিলে,
তোমার ভক্তজনদের প্রতি তুমি বলেছিলে:
“আমি এক যোদ্ধাকে শক্তি দিয়েছি;
মানুষের মধ্যে থেকে আমি এক যুবককে রাজা হিসেবে মনোনীত করেছি।
20 আমার দাস দাউদকে আমি খুঁজে পেয়েছি;
আমার পবিত্র তেল দিয়ে আমি তাকে অভিষিক্ত করেছি।
21 আমার হাত তার প্রাণ বাঁচিয়ে রাখবে;
নিশ্চয় আমার বাহু তাকে শক্তি দেবে।
22 কোনো শত্রু তাকে পরাজিত করবে না;
কোনো দুষ্ট তাকে নির্যাতন করবে না।
23 তার সামনে আমি তার বিপক্ষদের চূর্ণ করব
আর তার প্রতিপক্ষদের আঘাত করব।
24 আমার বিশ্বস্ত প্রেম তার সঙ্গে রইবে,
আর আমার নামের মধ্য দিয়ে তার শিং 89:24 শিং এখানে শক্তির অর্থ বহনকারী। গৌরবান্বিত হবে।
25 সমুদ্রের উপরে আমি তার শাসন প্রসারিত করব,
তার আধিপত্য নদীর উপরে।
26 সে আমাকে ডেকে বলবে, ‘তুমি আমার পিতা,
আমার ঈশ্বর, শৈল আমার উদ্ধারকর্তা।’
27 এবং আমি তাকে প্রথমজাতরূপে মনোনীত করব,
জগতের বুকে সবচেয়ে পরাক্রমী রাজা।
28 আমি চিরদিন তাকে ভালোবাসবো আর তার প্রতি দয়া করব,
এবং তার প্রতি আমার নিয়ম কোনোদিন ব্যর্থ হবে না।
29 আমি তার বংশ চিরস্থায়ী করব,
আকাশমণ্ডলের মতো তার সিংহাসন স্থায়ী করব।
 
30 “যদি তার সন্তানেরা আমার বিধিনিয়ম পরিত্যাগ করে
আর আমার অনুশাসন পালন না করে,
31 তারা যদি আমার আজ্ঞা লঙ্ঘন করে
আর যদি আমার আদেশ পালনে ব্যর্থ হয়,
32 আমি দণ্ড দিয়ে তাদের পাপের শাস্তি দেবো,
তাদের অপরাধের জন্য চাবুক মারব;
33 কিন্তু আমার প্রেম আমি তার কাছ থেকে সরিয়ে নেব না,
এবং আমি আমার বিশ্বস্ততা কখনও ভঙ্গ করব না।
34 আমি আমার নিয়ম লঙ্ঘন করব না
অথবা আমার মুখ যা উচ্চারণ করেছে তা পরিবর্তন করব না।
35 আমার পবিত্রতায় আমি একবারই শপথ করেছি—
আর আমি দাউদকে মিথ্যা বলব না—
36 যে তার বংশ চিরস্থায়ী হবে
এবং তার সিংহাসন আমার সামনে সূর্যের মতো স্থির রইবে
37 আকাশে বিশ্বস্ত সাক্ষী
চন্দ্রের মতো চিরকাল তা প্রতিষ্ঠিত হবে।”
 
38 কিন্তু তুমি তাকে পরিত্যাগ করেছ, তুমি তাকে দূর করেছ,
তোমার অভিষিক্ত ব্যক্তির প্রতি তুমি অত্যন্ত ক্রুদ্ধ হয়েছ।
39 তোমার দাসের সঙ্গে স্থাপিত তোমার নিয়ম তুমি অস্বীকার করেছ
এবং তার মুকুট তুমি ধুলোতে মিশিয়ে অপবিত্র করেছ।
40 তার সুরক্ষার সব প্রাচীর তুমি ভেঙে দিয়েছ
এবং দুর্গ ধ্বংসাবশেষে পরিণত করেছ।
41 সব পথিকেরা তাকে লুট করেছে;
সে তার প্রতিবেশীর অবজ্ঞার বস্তু হয়েছে।
42 তুমি তার বিপক্ষদের শক্তিশালী করেছ;
তুমি তার সব শত্রুকে আনন্দিত করেছ।
43 বস্তুত, তুমি তার তরোয়ালের ধার নষ্ট করেছ
আর যুদ্ধে তাকে সাহায্য করতে অস্বীকার করেছ।
44 তুমি তার প্রভা শেষ করেছ
এবং তার সিংহাসন মাটিতে নিক্ষেপ করেছ।
45 তুমি তার যৌবনকাল সংক্ষিপ্ত করেছ;
তুমি তাকে লজ্জার আচ্ছাদনে আবৃত করেছ।
 
46 হে সদাপ্রভু, কত কাল? তুমি কি চিরকাল নিজেকে লুকিয়ে রাখবে?
কত কাল তোমার ক্রোধ আগুনের মতো জ্বলবে?
47 মনে রেখো আমার জীবন কত স্বল্পস্থায়ী।
কত শূন্য ও ব্যর্থ এই মানবজীবন!
48 কে জীবিত থাকবে অথচ মৃত্যু দেখবে না,
অথবা কে পাতালের কবল থেকে পালাতে পারে?
49 হে প্রভু, তোমার পূর্বকালীন মহান প্রেম কোথায়?
তুমি বিশ্বস্ততায় দাউদের প্রতি যে শপথ করেছিলে।
50 মনে রেখো, প্রভু, কীভাবে তোমার দাস অবজ্ঞার পাত্র হয়েছে,
কীভাবে আমি সব জাতির উপহাস নিজের হৃদয়ে সহ্য করি,
51 হে সদাপ্রভু, যেসব উপহাস নিয়ে তোমার শত্রুরা আমাকে বিদ্রুপ করেছে,
সেসব দিয়ে তারা তোমার অভিষিক্ত ব্যক্তির প্রতিটি পদক্ষেপকে বিদ্রুপ করেছে।
 
 
52 চিরকাল সদাপ্রভুর প্রশংসা হোক!
আমেন, আমেন।

*^ 89:0 সম্ভবত সাহিত্যের অথবা সংগীতের প্রতিশব্দ

গীত 89:10 89:10 অথবা “মিশর”

গীত 89:24 89:24 শিং এখানে শক্তির অর্থ বহনকারী।