^
যিহোশূয়
সদাপ্রভু যিহোশূয়কে আজ্ঞা দিলেন।
রাহব এবং গুপ্তচরগণ।
ইস্রায়েলীয়েরা যর্দ্দন নদী পার হয়।
গিলগলে ইস্রায়েলীয়দের ত্বকছেদ ও নিস্তারপর্ব্ব পালন।
যিরীহোর পতন ও বিনাশ।
আখনের লোভ ও তার শাস্তি।
অয় নগরের বিনাশ।
এবল পর্বতে নিয়মের নবীকরণ
ইস্রায়েলের সঙ্গে গিবিয়োনীয়দের প্রবঞ্চনা।
সূর্য্য স্থির রইলো
ইমোরীয়দের পাঁচ রাজার পরাজয় ও বিনাশ।
দক্ষিনের শহর গুলির ওপর বিজয় লাভ
উত্তর অঞ্চলের রাজাদের পরাজয়।
পরাজিত রাজাদের তালিকা।
দেশ অধিকার এখনও বাকি আছে।
যর্দ্দনের পুর্বপারে দেশের বিভাজন
যর্দ্দনের পশ্চিম পারে দেশের বিভাজন।
কালেবকে হিব্রোণ দেওয়া হলো
যিহূদার নিমিত্ত প্রায়শ্চিত্ত
ইফ্রয়িম এবং ম:নশির জন্য দেশ বণ্টন।
দেশের অবশিষ্ট অঞ্চলের বন্টন।
বিন্যামীন-সন্তানদের নিমিত্ত বন্টন
শিমিয়োনের জন্য বন্টন
সবূলূন-সন্তানদের জন্য বন্টন
ইষাখর-সন্তানদের জন্য বন্টন
আশের-সন্তানদের জন্য বন্টন
নপ্তালি-সন্তানদের জন্য বন্টন
দান-সন্তানদের জন্য বন্টন
যিহোশূয়র জন্য বন্টন
ছয়টি আশ্রয় নগর নির্ণয়।
লেবীয়দের প্রাপ্য নগরগুলি।
যর্দ্দনের পূর্ব পারের গোষ্ঠীদের নিজেদের দেশে যাত্রা।
ইস্রায়েলীয়দের প্রতি যিহোশূয়ের বিদায় সম্ভাষণ।
শিখিমে নিয়মের নবীকরণ
প্রতিশ্রুত দেশে যিহোশূয়ের সমাধি।