^
গণনা
ইস্রায়েলীদের গোষ্ঠী গণনা।
শিবিরে উপজাতিদের থাকার ব্যবস্থা।
লেবীয়দের উপরে দেওয়া ভার।
কহাতের সন্তানগণ
গের্শোন সন্তানগণ
মরারি সন্তানগণ
লেবীয় গোষ্ঠীদের গণনা
শিবিরের পবিত্রতা।
অন্যায়ের জন্য ক্ষতিপূরণ
বিপথগামিনী স্ত্রীর পরীক্ষা
নাসরীয়দের ব্যবস্থা।
যাজকীয় আশ্বীর্বাদ
তাঁবুর অভিষেকের দিনের উপহার সমূহ।
বাতিদানীর স্থাপন।
লেবীয়দের পৃথকীকরণ
নিস্তারপর্ব্ব পালন।
তাঁবুর ওপরে মেঘের সমাগম।
রুপার শিঙ্গা
সীনয় থেকে ইস্রায়েলীয়দের যাত্রা
সদাপ্রভুর থেকে অগ্নির কোপ।
সদাপ্রভুর থেকে মাংস প্রদান
হারোণ ও মরিয়মের দ্বারা মোশির বিরোধিতা।
কনান দেশ দেখার জন্য লোক পাঠানো।
তথ্য অনুসন্ধানের বিবরণ
লোকেদের বিদ্রোহ
অতিরিক্ত উপহার।
অনিচ্ছাকৃতভাবে পাপের জন্য বলিদান
বিশ্রামদিন ভগ্নকারীর মৃত্যু দণ্ড
বস্ত্রের ওপর থোপ
কোরহ, দাথন ও অবীরাম।
হারোণের লাঠির স্ফুটনোন্মুখ (অঙ্কুরিত)।
যাজক ও লেবীয়দের কর্তব্য
যাজক ও লেবীয়দের জন্য উপহার
বিশুদ্ধ জলের বিধি।
প্রস্তরের থেকে জলের ধারা
ইদোম ইস্রায়েলকে তার দেশের মধ্য দিয়ে গমনাগমন করতে দিতে অস্বীকার করলো
হারোণের মৃত্যু।
অরাদের বিনাশ।
পিতলের সর্প
ইস্রায়েলীয়দের মোয়াব যাত্রা।
সীহোন ও ওগের পরাজয়
বালাক বিলিয়মকে ডেকে পাঠান।
বিলিয়মের গর্দভ
ইস্রায়েলের বিষয়ে বিলিয়মের প্রথম ভাববাণী।
বিলিযমের দ্বিতীয় ভাববাণী
বিলিয়মের তৃতীয় ভাববাণী
বিলিয়মের চতুর্থ ভাববাণী
বিলিয়মের শেষ ভাববাণী
মোয়াব ইস্রায়েলীয়দের বিপথগামী করে।
ইস্রায়েলীয়দের দ্বিতীয়বার গণনা।
সলফাদের কন্যাগণ।
যিহোশূয় মোশির উত্তরাধিকারী হন।
প্রতিদিনের বলিদানের নিয়ম।
বিশ্রামবারের বলিদান
মাসিক বলিদান
নিস্তারপর্ব্ব
সপ্তাহ ব্যাপী উত্সব
তূরী ধ্বনির উত্সব
প্রায়শ্চিত্তের দিন
পবিত্র সভার উত্সব
ব্রতের বিষয়ে আদেশ।
মিদিয়নীয়দের পরাজয় ও বিনাশ।
লুঠের মালের বিভাজন
যর্দ্দনের পূর্ব পারে অবস্থিত উপজাতি সমূহ।
ইস্রায়েলীয়দের যাত্রার বিভিন্ন পর্যায়।
কনান দেশের সীমানা নির্ধারণ ও ভাগ।
লেবীয়দের শহর।
আশ্রয় শহর নির্ধারণ
সলফাদের কন্যাদের উত্তরাধিকারিণী।