50
ইস্রায়েলের পাপ এবং দাসের বাধ্যতা
সদাপ্রভু এই কথা বলেন,
“তোমার মায়ের সেই বিবাহবিচ্ছেদ পত্র কোথায়,
যা দিয়ে আমি তাকে দূর করেছিলাম?
কিংবা আমার কোন পাওনাদারের কাছে
আমি তোমাদের বিক্রি করেছিলাম?
তোমাদের পাপের কারণে তোমরা বিক্রীত হয়েছিলে;
তোমাদের অধর্মের জন্য তোমাদের মাকে দূর করা হয়েছিল।
আমি যখন এলাম, তখন কেউ সেখানে ছিল না কেন?
আমি যখন ডাকলাম, কেউ তখন উত্তর দিল না কেন?
তোমাদের মুক্তিপণ দেওয়ার জন্য আমার হাত কি খুবই খাটো ছিল?
তোমাদের উদ্ধার করার জন্য আমার কি শক্তির অভাব ছিল?
সামান্য একটি ধমকে আমি সমুদ্রকে শুষ্ক করি,
নদনদীকে আমি মরুভূমিতে পরিণত করি;
জলের অভাবে সেখানকার মাছ পচে দুর্গন্ধ হয়,
তারা পিপাসায় প্রাণত্যাগ করে।
আমি আকাশকে অন্ধকারে আবৃত করি,
চটবস্ত্রকে তার পরিধেয় করি।”
 
সার্বভৌম সদাপ্রভু আমাকে শিক্ষা গ্রহণকারীর জিভ দিয়েছেন,
যেন বুঝতে পারি কথার দ্বারা কীভাবে ক্লান্ত ব্যক্তিকে সুস্থির করতে হয়।
তিনি রোজ সকালে আমাকে জাগিয়ে তোলেন,
আমার কানকে জাগান যেন শিক্ষার্থীর মতো শুনি।
সার্বভৌম সদাপ্রভু আমার দুই কান খুলে দিয়েছেন,
আমি বিদ্রোহী আচরণ করিনি;
আর আমি পিছনে ফিরেও যাইনি।
আমার প্রহারকদের কাছে আমি আমার পিঠ পেতে দিয়েছিলাম,
দাড়ি উপড়ানোর জন্য আমার গাল পেতে দিয়েছিলাম;
বিদ্রুপ ও থুতু নিক্ষেপ থেকে
আমি আমার মুখ লুকাইনি।
কারণ সার্বভৌম সদাপ্রভু আমাকে সাহায্য করেন,
আমি অপমানিত হব না।
তাই আমি চকমকি পাথরের মতোই আমার মুখমণ্ডল শক্ত করেছি,
আর আমি জানি, আমি লজ্জিত হব না।
যিনি আমাকে নির্দোষ প্রমাণ করেন, তিনি নিকটেই আছেন।
তাহলে কে আমার বিরুদ্ধে অভিযোগ করবে?
এসো আমরা পরস্পর মুখোমুখি হই!
কে আমার বিরুদ্ধে অভিযোগকারী?
সে আমার সামনে আসুক!
সার্বভৌম সদাপ্রভু আমাকে সাহায্য করেন।
তাহলে কে আমাকে অপরাধী সাব্যস্ত করবে?
তারা পোশাকের মতো সবাই জীর্ণ হবে;
কীট তাদের সকলকে খেয়ে ফেলবে।
 
10 তোমাদের মধ্যে কে সদাপ্রভুকে ভয় করে
এবং তাঁর দাসের বাণীর প্রতি বাধ্য হয়?
যে অন্ধকারে পথ চলে,
যার কাছে আলো নেই,
সে সদাপ্রভুর নামে বিশ্বাস করুক
এবং তার ঈশ্বরের উপরে আস্থা স্থাপন করুক।
11 কিন্তু এখন, তোমরা যারা আগুন জ্বালাও
ও নিজেদের জন্য প্রজ্বলিত মশাল জোগাও,
তোমরা যাও, নিজেদের আগুনের আলোয়
ও তোমাদের জ্বালানো মশালের আলোয় পথ চলো।
আমার হাত থেকে তোমরা এই ফল লাভ করবে:
তোমরা নির্যাতনে শুয়ে পড়বে।