গীত. 136. সদাপ্রভুর ধন্যবাদ করো, কারণ তিনি মঙ্গলময়। দেবতাদের ঈশ্বরের ধন্যবাদ করো। প্রভুদের প্রভুর ধন্যবাদ করো, তাঁর প্রশংসা করো যিনি একাই মহৎ ও আশ্চর্য কাজ করেন, যিনি নিজের প্রজ্ঞাবলে এই আকাশমণ্ডল সৃষ্টি করেছেন, যিনি জলধির উপরে পৃথিবী বিস্তার করেছেন, যিনি বড়ো বড়ো জ্যোতি সৃষ্টি করেছেন— দিনের উপর শাসন করতে সূর্য, রাত্রির উপর শাসন করতে চাঁদ ও তারকামালা; যিনি মিশরের প্রথমজাতদের আঘাত করেছিলেন, যিনি ইস্রায়েলকে তাদের মধ্য থেকে মুক্ত করলেন তাঁর শক্তিশালী হাত ও প্রসারিত বাহু দিয়ে; যিনি লোহিত সাগর দু-ভাগ করলেন যিনি ইস্রায়েলীদের তার মধ্যে দিয়ে বার করে আনলেন, কিন্তু ফরৌণ ও তার সেনাবাহিনীকে যিনি লোহিত সাগরে নিক্ষেপ করলেন; যিনি তাঁর প্রজাদের মরুপ্রান্তরের মধ্য দিয়ে পরিচালিত করলেন, যিনি মহান রাজাদের আঘাত করলেন, এবং শক্তিশালী রাজাদের বধ করলেন— ইমোরীয়দের রাজা সীহোনকে, বাশনের রাজা ওগকে এবং তাদের দেশ অধিকারস্বরূপ বণ্টন করলেন, নিজের দাস ইস্রায়েলকে অধিকার দিলেন, আমাদের দৈন্য দশায় তিনি আমাদের স্মরণ করলেন আমাদের শত্রুদের কবল থেকে আমাদের উদ্ধার করলেন, তিনি সব প্রাণীকে খাবার দেন, স্বর্গের ঈশ্বরের ধন্যবাদ করো।